ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ৩৬১ পিস নিষিদ্ধ ভারতীয় স্কাফ সহ বিজিবি এর হাতে আটক এক

  • আপলোড তারিখঃ 02-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 85490 জন
লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ৩৬১ পিস নিষিদ্ধ ভারতীয় স্কাফ সহ বিজিবি এর হাতে আটক এক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

৩০ নভেম্বর রাত আনুমানিক ০৪:৩০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে ৩৬১ পিস নিষিদ্ধ ভারতীয় মাদক সহ এক জনকে আটকের খবর প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের  ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আসিফুল ইসলাম সিদ্দিকী।


লালমনিরহাট ব্যাটালিয়নের অধীনস্থ লোহাকুচি বিওপির সীমান্ত থেকে ৩৬১ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ ০১জন মাদক পাচারকারী আটক বিজিবি প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান প্রতিরোধ ও মাদক পাচার রোধে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। 


এরই ধারাবাহিকতায় অদ্য ৩০ নভেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ০৪০০ ঘটিকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ লোহাকুচি বিওপি কমান্ডার সোর্স মারফত দেয়া তথ্যের  ভিত্তিতে জানতে পারেন যে, লোহাকুচি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯১৯/৯-এস এর নিকট দিয়ে মাদক পাচারকারীরা মাদক পাচার করবে। উক্ত সংবাদের ভিত্তিতে 


লোহাকুচি বিওপি এর  কমান্ডার নায়েব সুবেদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহলদল সাথে নিয়ে  আনুমানিক ০৪১৫ ঘটিকায় সীমান্ত পিলার ৯১৯/৯-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুলালী নামক স্থানে ওঁৎ পেতে থাকে।


 আনুমানিক ০৪৩০ ঘটিকায় বিজিবি টহলদল সোর্সের বর্ণনানুযায়ী ০১ জন মাদক পাচারকারীকে আসতে দেখতে পেয়ে তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে টহলদল ৩৬১ বোতল ভারতীয় স্কাফ সিরাপ সহ তাকে আটক করতে সক্ষম হয়।


আটককৃত মাদক পাচারকারীর নাম মোঃ ফজর আলী (৩৫), পিতা-মোঃ আজাহার আলী, গ্রাম-দুলালী, থানা- কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত ৩৬১ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ কালীগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


এবিষয়ে মেজর মোঃ আসিফুল ইসলাম সিদ্দিকী ভারপ্রাপ্ত অধিনায়ক। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানান মাদক ও গরু চোরাকারবারীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত হত্যা সহ সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য বিনা প্রয়োজনে সকল জনসাধারণকে শূন্য রেখা অতিক্রম না করার অনুরোধ রইল। বিকেল পাঁচটার পর থেকে সকাল না হওয়া অব্ধি পর্যন্ত আন্তর্জাতিক সীমানা অতিক্রম কারীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হইবে।  মাদকমুক্ত দেশ ও সমাজ গড়তে সকলেই বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করুন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন