ঢাকা | বঙ্গাব্দ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সকলের খালাসে খুলনায় আনন্দ মিছিল ও সমাবেশ

  • আপলোড তারিখঃ 02-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 82623 জন
২১ আগস্ট গ্রেনেড  হামলা মামলায়  তারেক রহমান সহ সকলের খালাসে খুলনায় আনন্দ মিছিল ও সমাবেশ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

খুলনায় ১ ডিসেম্বর  রোববার সন্ধ্যায় আনন্দ মিছিল ও সমাবেশ করে খুলনা মহানগর বিএনপির সকল অঙ্গ সংগঠন।    উক্ত সমাবেশে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ২১ আগস্টের ঘটনায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে শেখ হাসিনার আজ্ঞাবহ আদালতে সাজানো-পাতানো রায় দেয়া ছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দ্বিতীয় স্বাধীনতার পর স্বাধীন আদালতে তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছে। এতে স্বাধীন বিচার বিভাগ একদিকে সত্য-ন্যায়ের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেয়ায় তারেক রহমানসহ জিয়া পরিবারের বিরুদ্ধে শেখ হাসিনার প্রতিহিংসামূলক ষড়যন্ত্র প্রমাণিত হয়েছে। তাই ২১ আগস্ট গ্রেনেড হামলার তথাকথিত মামলার বাদী, আইনজীবী, বিচারকসহ নেপথ্যের সকল ষড়যন্ত্রকারীদের অবিলম্বে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন তিনি।


২১ আগস্ট আওয়ামী গ্রেনেড হামলার মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দেয়ায় গতকাল রবিবার সন্ধ্যায় তাৎক্ষণিক আনন্দ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপি’র আহবায়ক এড. এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশটি সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন সঞ্চালনা করেন।


বিএনপি’র কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল আরও বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে গ্রেনেড হামলার ঘটনার নেপথ্যের ঘটনা জাতি জানতে চায়। কেন এতো গুলো বছর মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসুরী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা অপবাদ বয়ে নিয়ে বেড়াতে হলো? এই ষড়যন্ত্রের সাথে জড়িত সকলকে বিচারের মুখোমুখি করতে হবে। শুধু তাই নয়, মাফিয়ারানী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শাসক হতে যারা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব হাতে পেয়ে জনগনের ভোটাধিকারহরণ করেছেন-তাদেরও বিচারের আওতায় আনার দাবি এখন জনগণের।


সন্ধ্যায় নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে নগরীর পিকচার প্যালেস মোড়, ডাকবাংলো মোড় হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচি শেষ হয়। তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিলে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক অংশ গ্রহণ করেন। উৎফুল­ নেতা-কর্মীরা ‘তারেক রহমান বীরের বেশে/আসবে ফিরে বাংলাদেশে’ এমনি শ্লোগানে রাজপথে প্রকম্পিত করে তোলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন