ঢাকা | বঙ্গাব্দ

কয়রা কালনা আমিনিয়া মাদ্রাসায় সবক ও দােয়া অনুষ্ঠানে মুহাদ্দিস আব্দুল খালেক----- শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়ােগ করতে হবে।

  • আপলোড তারিখঃ 25-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 89887 জন
কয়রা কালনা আমিনিয়া মাদ্রাসায়  সবক ও দােয়া অনুষ্ঠানে মুহাদ্দিস আব্দুল খালেক----- শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়ােগ করতে হবে। ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

 আজ (২৪ নভেম্বর) রবিবার সকাল ১১ টায়    কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসায় সবক অনুষ্ঠানে  বাংলাদশ জামায়াত ইসলামীর কদ্রীয় সাংগঠনিক সেক্রটারী ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিতি হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়ােগ করতে হবে।


আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত। কালনা মাদরাসা থেকে শিক্ষা গ্রহন করে অনেকে দেশের বিভিন্ন গুরত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছে। সেজন্য শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি ২৪ নভেম্বর সকাল ১১ টায় কালনা আমিনিয়া মাদরাসার হলরুমে কামিল স্নাতক ) হাদিস বিভাগের ১ম সবক ও দােয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কালনা আমিনিয়া মাদরাসার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী।


কালনা আমিনিয়া মাদরাসার উপধ্যাক্ষ এম মহিববুল্লাাহ ও সহকারী অধ্যপক এম আইয়ুব আলীর সঞ্চলনায় অনুষ্ঠান বিশষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেদ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনেে মনাযােগি হতে হবে। তিনি প্রকৃত মানুষ হিসাব নিজেক গড়ে তুলতে মােবাইল ফােন ব্যবহার পরিহার করার জন্য শিক্ষাথীদের আহবান করছেন।


অনুষ্ঠানে আরও বক্তৃতা করন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গােলাম সরয়ার, খুলনা নেছারিয়া মাদরাসার উপ অধ্যক্ষ  মাওলানা ডি এম নুরুল ইমলাম, কালনা আমিনিয়া মাদরাসার সাবেক উপ অধ্যক্ষ  মাওলানা আব্দুল গনি, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম শরিফুল আলম, কয়রা উপজেলা জামায়াতের সেক্রটারী মাওলানা সাইফুল্যাহ, সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম, মাওলানা আব্দুর রশিদ ইসলামপুরী, কালনা মহিলা মাদরাসার সুপার মাওলানা শাহাবাজ আলী, মাওলানা জাকারিয়া হুসাইন, বৈষম্য বিরাধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গােলাম রব্বানী, সাংবাদিক আব্দুর রউফ প্রমুখ। অনুষ্ঠানে দােয়া পরিচালনা করন প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন