১৪ নভেম্বর বৃহস্পতিবার লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের হাতীবান্ধা-গেন্দুকুড়ি সড়কের ভবানীপুর ছেফাতিয়া মাদ্রাসার পাশের পুকুর থেকে রাত ৯ টায় নিখোঁজের ৫ ঘণ্টা পর আজাব উদ্দিন (৬৩) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মৃত আজাব উদ্দিন ওই উপজেলার পশ্চিম বেজগ্রামের ৩ নং ওয়ার্ড এর বাসিন্দা।
স্থানীয়রা জানান,নিহত আজাব উদ্দিন আগে প্রায়ই সময় এই পুকুরে গোসল করতেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি বৃদ্ধ আজাব উদ্দিন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে একটি পুকুরের ধারে তার পোশাক পড়ে থাকতে দেখে হাতীবান্ধা ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সঙ্গে ডুবুরি দল না থাকায় স্থানীয় লোকজন পুকুরে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করতে থাকে। একপর্যায়ে মাছ ব্যবসায়ী সালাম পুকুরের মাঝখানে ডুবে থাকা লাশ সম্পর্কে নিশ্চিত করেন। পরে অন্যান্য ব্যক্তিদের সহযোগীতায় পুকুর থেকে আজাব উদ্দিনের লাশ উদ্ধার করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, ভবানীপুর এলাকায় একটি লাশ উদ্ধারের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।