ঢাকা | বঙ্গাব্দ

চাটমোহর মহিলা ডিগ্রি কলেজ (পাবনার)সহ-অধ্যাপক মনোয়ার হোসেন শাহিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 13-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 101691 জন
চাটমোহর মহিলা ডিগ্রি কলেজ (পাবনার)সহ-অধ্যাপক মনোয়ার হোসেন শাহিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা জেলার চাটমোহর উপজেলার নারী শিক্ষার আদর্শ   প্রতিষ্ঠান চাটমোর মহিলা ডিগ্রী কলেজ। চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকাল থেকেই ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে  কর্ম জীবনে প্রবেশ ঘটে  মোঃ মনোয়ার হোসেন শাহিন এর। আজ বুধবার (১৩ নভেম্বর ২০২৪) তার সুদীর্ঘ কর্মজীবনের অধ্যাপনা পেশার সমাপ্ত হলো।


তার শেষ কর্ম-দিবসে চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের হল রুমে তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে  ক্রেস্ট, এবং ফুলের তোড়া হাতে  তুলে দিয়ে তাকে কলেজের অধ্যাপনা থেকে বিদায় জানানো হয় । তার এ কর্মযজ্ঞের বিদায় একটি আনুষ্ঠানিকতা মাত্র!  বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তার সহকর্মীরা ও ছাত্রীরা আবেগঘন স্মৃতিচারণ -মূলক বক্তৃতা প্রদান করেন।


বিদায়ী বক্তব্যে সহকারী অধ্যাপক মোঃ মনোয়ার হোসেন শাহিন সবার মঙ্গল কামনা করেন এবং তার কর্ম জীবনে চলার পথে অনিচ্ছাকৃত (যদি সংগঠিত হয়ে থাকে) ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করতে অনুরোধ জানান। তিনি বলেন হয়তো চাটমোহর মহিলা কলেজে অতিবাহিত সময় ও স্মৃতিগুলোকে কোনদিনও ভুলতে পারবোনা।


কুঁড়ে কুঁড়ে খাবে মনের নিঃসঙ্গতায়!  তবুও তো আমাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিতেই হবে। উল্লেখ্য চাটমোহর মহিলা  ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ শরিফ মাহমুদ সঞ্জুর সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় সকল শিক্ষকই বক্তব্য পেশ করেন।  আয়োজনে ছিলেন চাটমোহর মহিলা ডিগ্রী কলেজ শিক্ষক পরিবার।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন