ঢাকা | বঙ্গাব্দ

কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের ৬৬তম জন্মদিনে হালিমপুর হিড়িন্দা বাজার জামে মসজিদে আলোচনা সভা ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 12-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 102783 জন
কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের ৬৬তম জন্মদিনে হালিমপুর হিড়িন্দা বাজার জামে মসজিদে আলোচনা সভা ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা জেলার বিশিষ্ট কবি মরহুম  ডাঃ আব্দুল হালিম মাস্টার  ১৯৫৮ সালের ১২ নভেম্বর আটঘড়িয়া উপজেলাধীন লক্ষীপুর ইউনিয়নের ফলিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। পিতাঃ মৃতঃ ডাঃ আহাম্মদ আলী সরদার

মাতাঃ মরহুমা বেগম খোদেজা আহম্মদ। কবি তার পিতার দ্বিতীয় পক্ষের পুত্র সন্তান। কবির  বড় মাতার গর্ভে একুশ সন্তান ও গর্ভধারিণী মাতার গর্ভে সাত সন্তান জন্মগ্রহণ করে। আঠাশ ভাই বোনের মধ্যে সবচেয়ে বেশি দুঃখ-কষ্টে মানুষ হন তিনি। সম্ভ্রান্ত ঘরে জন্ম গ্রহন করেও  শৈশবে পিতা মৃত্যু বরন করায় ও দ্বিতীয় পক্ষের সন্তান হওয়ায় নানা রকম বিড়ম্বনার শিকার হয়ে পিতৃ ভিটে থেকে মাতুলালয়ে পুনর্বাসিত হন। কিন্তু কবির মেধা তাকে দুষ্টমিতে বারংবার বিড়ম্বনায় ফেলেছে। আঠারো বছর বয়সে স্কুলে তৃতীয় শ্রেনীতে ভর্তি হন। কবি মাতা ও পিতার গুনাগুন তার মাঝে বর্তায়। কবি মাতা ক্লাস টু ও ফোরে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও কবির পিতা কলিকাতা থেকে এমবি পাশ করা ডাক্তার। তিনি 

শিক্ষাগত যোগ্যতায়  আইএসসি পাশ করে হিড়িন্দা এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এলাকার মুরুব্বীদের সহযোগিতায়। তিনি অনেক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন।

প্রতিষ্ঠাতা সহকারী শিক্ষক,

হিড়িন্দা দাখিল মাদ্রাসা, চাটমোহর, পাবনা। 

তিনি  বিনা বেতনে ১৭ বছর হিড়িন্দা দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেন।

হিড়িন্দা হাট বাজার এর প্রতিষ্ঠাতা ও অন্যতম উদ্যোক্তা। এই হিড়িন্দা হাট হালিমপুর হাট নামে শুরু লগ্নে দুর দুরান্তের লোক মুখে পরিচিতি লাভ করে। 


তিনি একজন সরকারী প্রশিক্ষণ প্রাপ্ত রেজিস্টার্ড পল্লী চিকিৎসক, 


প্রতিষ্ঠাতা-

বেগম খোদেজা আহম্মদ দাতব্য চিকিৎসালয়, হিড়িন্দা বাজার,ফৈলজানা, চাটমোহর, পাবনা। 


সমাজ সেবা মুলক 

কর্মকান্ডের সাথেও তার সম্পৃক্ততা রয়েছেঃ

প্রধান উপদেষ্টা-

মনোয়ারা হালিম পাবলিক লাইব্রেরী, হিড়িন্দা বাজার,চাটমোহর, পাবনা।


প্রকাশিত গ্রন্থঃ 

"স্মৃতির পাতা (একক কাব্য গ্রন্থ),"স্মৃতির পাতা ২  শতাধিক যৌথ কাব্যগ্রন্থ।এছাড়াও বিভিন্ন পত্র পত্রিকায় কলাম, বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে। 

প্রাপ্ত পুরস্কার ও সম্মাননাঃ

সম্মাননা পদক ৫টি ও সম্মাননা সনদ  ৪২ খানা।


অন্যান্য কর্মসম্পৃক্ততাঃ

প্রধান উপদেষ্টা-

প্রজন্ম বিতর্ক সংসদ,

ও স্বাধীন বাংলা বেতার শ্রোতা সংসদ, হিড়িন্দা বাজার,চাটমোহর, পাবনা।


তিনি স্মৃতির পাতা, স্মৃতির পাতা ২,  আজব ফুল, সহ একক ও যৌথ দেড় শতাধিক গ্রন্থের লেখক। শতাধিক বই যন্ত্রস্থ করা রয়েছে প্রকাশের প্রতীক্ষায়।


কবি ব্যক্তিজীবনে দুই পুত্র ও তিন কন্যা সন্তানের জনক। 


আজ কবির জন্মদিবস উপলক্ষে তারই প্রতিষ্ঠিত হিড়িন্দা বাজার জামে মসজিদ বাদ মাগরিব তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোওয়া করা হয়।  হাফেজ আব্দুল্লাহ ও হাফেজ ওয়াসিমের নেতৃত্বে।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন