পাবনা জেলার চাটমোহর উপজেলা দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী বড়াল নদী রক্ষা আন্দোলন কমিটির আয়োজনে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৪) বেলা ১১ টায় চাটমোহরস্থ বড়াল বিদ্যা নিকেতন চত্ত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বড়াল রক্ষা আন্দোলন কমিটির নয়া আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চাটমোহরের প্রবীণ সাংবাদিক, সাপ্তাহিক চাটমোহর বার্তা পত্রিকা সম্পাদক এস. এম. হাবিবুর রহমান।
বড়াল নদী রক্ষা আন্দোলন কমিটির পূর্বের আহ্বায়ক ডা. অঞ্জন ভট্টাচার্য-এর মৃত্যুজনিত কারণে আহ্বায়কের পদটি শুন্য ছিলো।
অপরদিকে বড়াল নদী রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব হিসেবে বরাবরের মতো দায়িত্ব পালন করে চলেছেন এস. এম. মিজানুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, মো. সাজেদুর রহমান মাস্টার, সমাজকর্মী সজল বিশ্বাস, সাপ্তাহিক সময় অসময় পত্রিকা সম্পাদক কে. এম. বেলাল হোসেন, এলডিও'র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু, পরিবেশ কর্মী প্রভাত সরকার, সুজা উদ্দিন বিশ্বাস, জয়েনুদ্দিন আহম্মেদ তারা প্রমূখ।