গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২/১০/২৪ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ নৌবাহিনী তেরখাদা থানার ৫ নং ইউনিয়নের আদমপুর নামক এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো:মেহেদী হাসান রাজু এবং তার মা ডেইজি বেগম কে আটক করা হয় পরবর্তীতে রাজুর দেয়া তথ্য অনুসারে বাড়ির বিভিন্ন জায়গা হতে ইয়াবা,দেশীয় অস্ত্র এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয় ।
উক্ত অভিযানে তেরখাদা থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটকৃত ব্যক্তিদেরকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়।