মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় (২২ অক্টোবর) দিনব্যাপী মা ইলিশ সংরক্ষন অভিযান ২০২৪ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়ে ৫ জনকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অপরাধে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় । জব্দকৃত প্রায় ১০ কেজি মাছ এতিমখানা ও স্থানীয় নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরন করা হয় এবং ৫০ হাজার মিটার জাল ধ্বংস করা হয়।
অভিযানে সহযোগিতা করেন দৌলতপুর থানা পুলিশের সদস্যরা। এসময় মৎস্য কর্মকর্তা মো. ফরিদ হোসেন বলেন-"মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪" বাস্তবায়নে উপজেলা প্রশাসন আগামী ০৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করবে। সংশ্লিষ্ট সকলকে নিষেধাজ্ঞাকালীন সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়।