ঢাকা | বঙ্গাব্দ

বিবিএ'র শিক্ষকদের সাথে ইবি উপাচার্য মতবিনিময়

  • আপলোড তারিখঃ 09-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 140740 জন
বিবিএ'র শিক্ষকদের সাথে ইবি উপাচার্য মতবিনিময় ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত বিভাগ সমূহের সভাপতি ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেছে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (০৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিবিএ ভবনের ২১২ নং কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড রুহুল আমিন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড জাকির হোসেন এবং অধ্যাপক ড. আব্দুল হান্নান।


এছাড়া আরো উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শরীফুল ইসলাম জুয়েল, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন, মার্কেটিং বিভাগের সভাপতি সাদিকুল আজাদ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ড. সঞ্চয় কুমার সরকার এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম। 


মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরীন। এর আগে পবিত্র কুরআন ও গীতা থেকে পাঠ করা হয়। শিক্ষকদের পরিচয় পর্বের শেষে প্রতিটি বিভাগের সভাপতিদের বক্তব্য গ্রহণ করে উপাচার্য। এসময় সভাপতিবৃন্দ নিজ নিজ বিভাগের বিভিন্ন সংকট তুলে ধরেন এবং তা সমাধানের অনুরোধ করেন। প্রায় সকল বিভাগের কমন দাবি ছিল আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা। প্রতিটি বিভাগ পিয়ন ও পরিচ্ছন্নতা কর্মীর আবেদন করেন তারা।


সভায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন,  আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই পরিচিতি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার দায় আছ। এ বিশ্ববিদ্যালয় অঙ্গন যতই কঠি ও চ্যালেঞ্জিং হোক না কেন এর প্রতি আমার কিছু পরিচিত মুখ আছে। আমি যতি কোনো সমস্যায় পড়ি তাদের কাছে দাবির সুরে কথা বলার সুযোগ আছে। আমি তাদের সহযোগিতা নিয়ে কাজ করবো। তাই আমি সবার সাথে আলোচনা করছি। সবার দাবি শুনছি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ কামরুল ইসলাম

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন