খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালিনগর গ্রামের ওয়াবদা ভেড়ি বাঁধ ভেঙে জোয়ারের পানিতে আবারও ২২নং পোল্ডার প্লাবিত।আজ( ২২ শে আগস্ট) বৃহস্পতিবার নদীতে স্বাভাবিক জোয়ার তুলনাই অতিরক্ত মাত্রায় পানি বৃদ্ধি পাওয়ায় এ নদী ভাঙ্গনের সৃষ্টি হয়।
যার কারনে এলাকাবাসির অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। বেশিরভাগ মানুষ পানিবন্দি থাকার কারণে বিশুদ্ধ খাওয়ার পানির অভাব দেখা দিয়েছে এবং খাদ্য সংকটের প্রভাব পড়ছে স্থানীয় সূত্রে জানা যায় সাধারণ জনগণ তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও সাইক্লোন সেন্টারে অবস্থান করছে এলাকাবাসী মাইকিং করে বাঁধ মেরামতের জন্য সকলের কাছে আহ্বান জানাচ্ছে সাথে সাথে সরকারি কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।