ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশ

  • আপলোড তারিখঃ 17-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 206477 জন
বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

চীন ও ভারতের পর বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে দেশে প্রায় আড়াই লাখ হেক্টর জমিতে ৩৪ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে।


সরকারি হিসাব অনুযায়ী, এ উৎপাদন দেশের চাহিদার চেয়ে অন্তত ৪ লাখ থেকে ৬ লাখ মেট্রিক টন বেশি।তবে, আশ্চর্যের বিষয় হলো, এত উৎপাদন সত্ত্বেও বাংলাদেশ চলতি অর্থবছরে শুধুমাত্র ভারত থেকেই ৭ লাখ মেট্রিক টনেরও বেশি পেঁয়াজ আমদানি করেছে।


আরেকটি বিস্ময়কর তথ্য হলো, বর্তমানে পেঁয়াজ আমদানিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে রয়েছে বাংলাদেশ দেশে পেঁয়াজের বাৎসরিক চাহিদা ২৮ থেকে ৩০ লাখ মেট্রিক টন।


এ ধরনের পরিস্থিতির পিছনে কি দুর্নীতি, সিন্ডিকেট, নাকি অন্য কোনো কারণ কাজ করছে, তা খতিয়ে দেখা প্রয়োজন অন্যথায়, আমরা আমদানি নির্ভরই থেকে যাব, যা দেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন