ঢাকা | বঙ্গাব্দ

নবাবগঞ্জের জাতীয় উদ্যানে দৃষ্টিনন্দন কাঠের সেতু ভেঙেচুরে ধ্বংস ও উদ্যানের মূল্যবান সম্পদ লুটপাট

  • আপলোড তারিখঃ 17-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 203397 জন
নবাবগঞ্জের জাতীয় উদ্যানে দৃষ্টিনন্দন কাঠের সেতু ভেঙেচুরে ধ্বংস ও উদ্যানের মূল্যবান সম্পদ লুটপাট ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়  জাতীয় উদ্যান আশুরার বিলে ( ৫ আগস্ট) সরকারের পদত্যাগের পর দুই দিন ধরে লুটপাটকরেছে একদল লুণ্ঠন কারি , এবং দৃষ্টিনন্দন কাঠের ব্রিজ দেখতে যাওয়া হিয়ারিং সড়কের ইট ও কার্ড দিয়ে নির্মাণ করা সেতুটির উপরে বিছানো তক্তা ,খুঁটি এখনো খুলে নিয়ে যাচ্ছে নৌকায় করে বলে জানান ঐ এলাকায় ঘুরতে আসা দর্শনার্থীরা।


পর্যটক এলাকায় গড়ে ওঠা  ব্যবসা প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসনের রেস্ট হাউস, পুলিশ বক্স,  পর্যটকদের বিশ্রামের ছাউনীসহ বিভিন্ন স্থাপনার  উপকরণ লুটপাট হয়ে গেছে এমনকি উদ্যানে দর্শনার্থীদের জন্য টিনের চালা দিয়ে তৈরি করা মসজিদের সরঞ্জাম খুলে নিয়ে যায় লুন্ঠনকারীরা।  নাগরদোলা ও চাক চরকির মালিক নবী নুর বলেন ৫ আগস্ট বিকেলে আমি খবর পাই, আশুরার বিলের সবকিছু লুটপাট করা হচ্ছে, সঙ্গে সঙ্গে  ছুটে  এসে দেখি আমার বসানো একটি চরকি ভাঙচুর করেছে ও পাশে থাকা নাগরদোলাটি যে যার মত করে পারছে খুলে  নিয়ে যাচ্ছে ।


এ ছাড়া ও দর্শনার্থীদের বসার স্থান, পাঁচটি বসার ছাউনির টিনের চালা, পিলার, রেস্ট হাউসের এসি, নলকুপ ,লোহা, সিট দিয়ে  তৈরি করা দরজা, জানালা, ঘরের ভিতরে থাকা আসবাবপত্র  নিয়ে যায় লুন্ঠনকারীরা কসমেটিক ব্যবসায়ী মো. গোলজার আলী বলেন, উদ্যানের সবচেয়ে বড় কসমেটিক দোকানটি আমার, একসঙ্গে বেশ কিছু  লোক জন দোকানে প্রবেশ করে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে  চোখের সামনে দিয়ে । কিছুই করতে পারেনি আমি ।


শুধু গোলজার আলী নয়, ফুচকা ও পানের দোকান মালিক মো. নাইমুদ্দিন, মোজাহার আলীসহ বেশ কিছু ব্যবসায়ীর দোকান লুটপাট সেই দুর্বৃত্যরা  এ দিকে লুটপাটের ঘটনার পর থেকে জাতীয় উদ্যান এলাকা জনশূন্য হয়ে পড়েছে। মনে হচ্ছে যেন  মরুভূমি , নিরাপত্তা ব্যবস্থা না থাকায় কোনো দর্শনার্থী যাচ্ছে না সেখানে জাতীয় উদ্যান আশুরার বিল চার উপজেলা সহ উত্তর জনপদের  মানুষের বিনোদন কেন্দ্র এই বিলে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর জনসমাগম ঘটতো  কিন্তু লুটপাটের এই ঘটনাটি ঘটার পর থেকে এখানে কেউ আসছেন না।


বিলের পাশে গরু চরানো এক রাখাল  বলেন, বিলের পার্শ্ববর্তী  এলাকার বেশ কিছু ব্যক্তি দল বেঁধে এসে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন সেখানে থাকা মসজিদের টিন আসবাবপত্রও নিয়ে যান তারা।  এখন পর্যন্ত প্রশাসনের কোন কর্মী আসেনি এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমানের নিকট জানতে চাইলে তিনি   বলেন, জাতীয় উদ্যান আশুরার বিলে লুটপাটের খবর পেয়েছি , উদ্ভূত পরিস্থিতিতে জনবল কম থাকার  কারণে তাৎক্ষণিক আমরা যেতে পারিনি উপজেলা প্রশাসন থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।


সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে আমি বিলের আশেপাশের গ্রামগুলোতে মাইকিং করে দিয়েছি  তারা যেন সরকারি সম্পদ  ফেরত দিয়ে দেয় এবং খুব শিগরই লুটপাটকারীদের বিরুদ্ধে মামলা ও খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধারে অভিযান করা  হবে বলে  জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন