ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জ প্রেস সোসাইটির লগো উন্মোচন

  • আপলোড তারিখঃ 04-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 218181 জন
কিশোরগঞ্জ প্রেস সোসাইটির লগো উন্মোচন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জে ইলেকট্রনিক,প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত কিশোরগঞ্জ প্রেস সোসাইটির লগো উন্মোচন করা হয়েছে।



বৃহস্পতিবার, ১ অগাস্ট শহরের গাঙচিল রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের নাম ফলক ও লগো উন্মোচন করা হয়।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও লেখক মু আ লতিফ, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু ও সিনিয়র সংবাদিক এ কে নাসিম খান।


সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক  আবদুল্লাহ আল মামুন পলাশ, যুগ্ম আহ্বায়ক মো. শরীফুল আলম ও যুগ্ম আহ্বায়ক আহমাদ ফরিদ।


এর আগে গত ২৩ জুলাই আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবালকে আহবায়ক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরীকে সদস্য সচিব, বিডিচ্যানেল ফোর এর প্রধান সম্পাদক আহমাদ ফরিদ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মো. শরিফুল ইসলাম ও মাই টিভির জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল।


মামুনকে যুগ্ম আহবায়ক করে ২৩ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে লাগোর বিশদ বর্ণনা পাঠ করেন আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো. হাফিজুর রহমান সুমন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন