ঢাকা | বঙ্গাব্দ

হও তুমি আমার

  • আপলোড তারিখঃ 03-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 219311 জন
হও তুমি  আমার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

(সুত্রঃ  মনের মাধুরীতে যে সারাক্ষন বিচরন করে, সেই প্রিয় অধরা! প্রিয় অনন্যা কাফানি-কে উৎসর্গীত)



হও তুমি আমার আপন 

আমায় ভালোবেসে, 

সঁপে দেবো তোমাতে সবি

নিঃস্বরে নিমেষে।


হও তুমি যদি একান্তে আমার

না ভেবে কিছু,

আমার- আমার বলে যাবো

থাকবো তোমার পিছু।



হও তুমি আপাদ মস্তকে

যদি শুধুই আমার,

আমার বলে থাকবেনা কিছু

সবই হবে তোমার।



হও তুমি যদিও আড়াল

মনে রেখো আমায়,

আমার সুখ পূর্ণ্য রাশি যে

সবই দেবো তোমায়।



হও তুমি শুধুই আমার

আমিও তোমার হবো,

আমরণ ভালোবেসে শুধু

তোমাতে বেঁচে রবো।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন