এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ,
চাটমোহর, পাবনা।
তুমি কি আমার বন্ধু হবে...?
অনাদিকাল এ বুকের সিংহাসনে রবে,
দেবোনা...কভুও এতটুকু কষ্ট,
স্বার্থের মোহে কখনো হবোনা রুষ্ট।
পাবে শুধু সুখ রাশি-রাশি,
হবো তোমার দূঃখে যাচিত প্রতিবেশি,
তুমি কি আমার ছায়া সঙ্গী হবে!
যেখানেই যাবো তুমিও সাথে যাবে...
পাবো যা; নেবো তা ভাগ করে,
উভয়ের চোখে একি স্বপ্ন সিঁড়ি গড়ে,
তুমি কি আমার রবে নিঃস্বার্থ ভালবাসায়,
থাকবে পাশে ভেবে আপন দূঃখ- হতাশায়।
একে অপরের থাকবো আমরন কাল,
হবোনা ভূলের প্ররোচনায় ভূলেও বেসামাল,
তুমি কি... আমার শত্রু হবে ভালোবাসায়,
যদি হও তুমি তা! পূষে রাখবো আশায়।
মনে রাখবো স্মরন করে সারাক্ষন সব সময়,
প্রার্থনায়-প্রার্থনায় তোমার কল্যান কামনায়,
তুমি কি স্বত্তা হবে চিত্তে- চেতনায় দিবা- নিশি,
হও যদি...... তবেই বলবো তোমায় ভালোবাসি!
(চলনবিল, পাবনা)