ঢাকা | বঙ্গাব্দ

পাবনায় সাংবাদিকের বড় আব্বা ইন্তিকাল করেছেন

  • আপলোড তারিখঃ 10-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 237824 জন
পাবনায় সাংবাদিকের বড় আব্বা ইন্তিকাল করেছেন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের পবাখালী পুকুরপাড়া নিবাসী  শতবর্ষী হাকিমুদ্দিন প্রামাণিক হকি কয়েক দিন বিছানায় শায়িত ছিলেন।



তিনি শারীরিক ও মানসিক ভাবে অনেক শক্ত-পোক্ত ছিলেন। 


তিনি গত ১ তারিখে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক ভাবে তাকে চিকিৎসার দায়িত্ব নেন তার ধর্ম শ্বশুড় ডাঃ এস এম মনিরুজ্জামান আকাশ। 


এক সপ্তাহের নিবিড় চিকিৎসায়  তিনি অনেকটা সুস্থ হয়ে ওঠেন।


আজ  বুধবার (১০ জুলাই ২০২৪) মাগরিবের নামাজের পরে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন।


(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।


তার মৃত্যেুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দান করেছেন ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান হাফিজ, চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ  সম্পাদক মোঃ হুমায়ন কবির খান এবং মোঃ মেহেদী হাসান হিমু, ফৈলজানা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাকির হোসেন। ব্যাংক এশিয়া ফৈলজানা শাখা, চাটমোহর পাবনার ব্যবস্থাপক এস এম মোহসীন আলম। 


মরহুম হাকিমুদ্দিন প্রামানিক পাবনা জেলার বিশিষ্ট কবি কলামিস্ট সাংবাদিক গবেষক গীতিকার পরিবেশ মানবাধিকার কর্মী গ্রিন পিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি।


 প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ এর বড় আব্বা। 


বিশিষ্ট ছাত্রনেতা হাজ্জাজ বিন আব্দুর রউফ স্বাধীন ও যুবনেতা মোঃ তরিকুল ইসলাম তারেকের দাদা।


মরহুমের নামাজে জানাযা আজ বুধবার রাত এগারো ঘটিকায় হিড়িন্দা দারুল আমান হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে ও পরে হিড়িন্দা গোরস্থানে দাফন করা হবে ইনশাআল্লাহ। 


মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকল মুমিন  মুসল্লী ও দেশবাসীর কাছে দোওয়া চেয়েছেন প্রভাষক আকাশ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন