ঢাকা | বঙ্গাব্দ

কোটা সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপলোড তারিখঃ 15-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 233852 জন
কোটা সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। 


সোমবার (১৫জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হয় আন্দোলনরত শিক্ষার্থীরা।


এ সময় তারা 'চাকরিতে কোটা, মানি না, মানবো না মুক্তিযুদ্ধের বাংলায়, কোটার ঠাঁই নাই সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে কোটা পদ্ধতি নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক কোটা প্রথায় নিয়োগ পেলে দুর্নীতি বাড়ে প্রশাসনে, বঙ্গবন্ধুর বাংলায়, কোটা প্রথার ঠাই নাই দেশটা নয় পাকিস্তান, কোটার হোক অবসান' সহ নানা স্লোগান দেন।


এসময় শিক্ষার্থীরা বলেন, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসি তারা কিভাবে একজন ছাত্রের রক্ত ঝরাতে পারে? এটা আমার বোধগম্য নয়। আমার ভাইয়ের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 


শিক্ষার্থীরা আরো বলেন, বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলায় সেই বৈষম্য যেন আর না থাকে তাই সাধারণ শিক্ষার্থীরা আজ জেগে উঠেছে। দেশে বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী চাকরি না পাওয়ার হতাশায় ভুগছে। অথচ কোটা ব্যাবস্থা বহাল রেখে সাধারণ শিক্ষার্থীদের সাথে অন্যায় করা হচ্ছে। কোটা থাকার কারণে সাধারণ শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে অন্যদিকে কোটাধারীরা সুবিধা পাচ্ছে। তাই আমরা বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার চাই। 


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন