ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতা ইউসুফের স্মরণ সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 09-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 239044 জন
আওয়ামী লীগ নেতা ইউসুফের স্মরণ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সদ্য প্রয়াত মোহাম্মদ ইউসুফের স্মরণে সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোক ও স্মরণ সভা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সোমবার (৮ জুলাই) বিকালে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি।


আবদুর রউফ মাস্টার। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার। 


ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকতার কামাল চৌধুরী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল জব্বার, রাঙ্গুনিয়া।


পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার বদিউল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সামশুল ইসলাম, সাজ্জাতুল ইসলাম খোকন প্রমুখ। সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ,  যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন