ঢাকা | বঙ্গাব্দ

আন্দোলনের কারণে একদিনেই ইবির ১৪টি পরীক্ষা স্থগিত

  • আপলোড তারিখঃ 06-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 240693 জন
আন্দোলনের কারণে একদিনেই ইবির ১৪টি পরীক্ষা স্থগিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলছে শিক্ষক-কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীদের সর্বাত্মক আন্দোলন। অনির্দিষ্ট কালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। 



শনিবার (৬জুলাই) বন্ধ ঘোষণা করা হয়েছে পূর্বনির্ধারিত ১৪টি পরীক্ষা। 


চলমান পেনশন স্কিম বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে শিক্ষকরা। গত পহেলা জুলাই থেকে অনির্দিষ্ট কালের জন্য ক্লাস-পরিক্ষা বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন। তারই ধারাবাহিকতায় একদিনেই স্থগিত করা হয়েছে ইবির ১৪টি পরীক্ষা।


অন্যদিকে, ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল ও বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে পদযাত্রা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বর্জনের  ঘোষণা করে শিক্ষার্থীরা।


শনিবার (৬ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ পদযাত্রাটি শুরু করে শিক্ষার্থীরা। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাজার পদক্ষিন করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।


পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, আজ বিভিন্ন বিভাগের পূর্বনির্ধারিত মোট ১৪টি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। চলমান আন্দোলনে সকল পরীক্ষা  স্থগিত হয়েছে। ১জুলাই থেকে এপর্যন্ত মোট ৩০টি পরীক্ষা স্থগিত হয়।  এছাড়াও আগামীকাল পূর্বনির্ধারিত ৮টি পরীক্ষা স্থগিত হওয়ার দারপ্রান্তে। 


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন