ঢাকা | বঙ্গাব্দ

চাটমোহরে (পাবনা) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর নিহত

  • আপলোড তারিখঃ 17-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 253886 জন
চাটমোহরে (পাবনা) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর নিহত ছবির ক্যাপশন: অনলাইন সংরক্ষিত ছবি
LaraTemplate

পাবনা জেলার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের খতবাড়ী স্কুল পাড়া মোঃ শাহেব আলীর ছেলে জীবন  হোসেন((১৫) রবিবার (১৫জুন২০২৪) সন্ধ্যায় পাশ্ববর্তী লবি সরকারের বাড়ীতে ভূত মেশিনে  ধান মাড়াই করতে ছিলো।  রাত আট ঘটিকার দিকে বৈদ্যুতিক তার সকলের অগোচরে ধান মাড়াই কলের উপর এসে পড়লে সঙ্গে সঙ্গে কিশোর জীবন হোসেন বিদ্যুৎ এর শকে পড়ে যায় এবং  মারা যায়।


 এ সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


নিহত জীবন দিন মজুর শাহের আলীর সন্তান। মাদ্রাসার ছাত্র জীবন অসচ্ছল সংসারে সচ্ছলতা ফিরাতে পিতার সাথে কাজ শুরু করে পড়ালেখার পাঠ বাদ দিয়ে। 

 

এ হৃদয় বিদারক সংবাদ শুনে তাৎক্ষণিকভাবে ছুটে যান বিশিষ্ট সাংবাদিক-কবি ও গবেষক, মানবাধিকার কর্মী,  গ্রিন পিস বাংলা, পাবনা জেলা শাখার সভাপতি 

প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ। তিনি শোকাহত পরিবারের খোঁজ খবর নেন এবং সকলের প্রতি জীবন হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া প্রার্থনা করেন।

 রাত সাড়ে এগারো ঘটিকার সময় জীবন হোসেনের জানাযা নামাজ আদায় শেষে খতবাড়ী গোরস্থানে দাফন করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন