ঢাকা | বঙ্গাব্দ

ভারতীয় বিমান বাহিনীর প্রধান ঢাকায়

  • আপলোড তারিখঃ 26-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 299417 জন
ভারতীয় বিমান বাহিনীর প্রধান ঢাকায় ছবির ক্যাপশন: সংগ্রহকৃত ছবি
LaraTemplate

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের আমন্ত্রণে তিন দি‌নের সফ‌রে ঢাকায় এ‌‌সেছেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল ভি আর চৌধুরী।


সোমবার (২৬ ফেব্রুয়া‌রি) তিনি ঢাকায় এসেছেন বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।


ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, ভারতীয় বিমান বাহিনীর প্রধানের সঙ্গে তিন সদস্যের প্রতিনিধি দল রয়েছে। ভারতীয় বিমান বাহিনী প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।


সফরকালে তিনি বিএএফের প্রধান বিমান ঘাঁটি পরিদর্শন করবেন। ভারতীয় বিমান বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।


ভারতীয় বিমান বাহিনী প্রধানের সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে ব‌লে ম‌নে কর‌ছে ঢাকায় ভারতীয় হাইক‌মিশন।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন