ঢাকা | বঙ্গাব্দ

ভোলা, লালমোহনে এসএসসি পরীক্ষায় বসছে ৪৩২২ শিক্ষার্থী

  • আপলোড তারিখঃ 14-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 301195 জন
ভোলা, লালমোহনে এসএসসি পরীক্ষায় বসছে ৪৩২২ শিক্ষার্থী ছবির ক্যাপশন: সংগ্রহকৃত ছবি
LaraTemplate

ভোলা, লালমোহনে এসএসসি পরীক্ষায় বসছে ৪৩২২ শিক্ষার্থী


 মো মামুন লালমোহন (ভোলা) প্রতিনিধি


সারাদেশে একযোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এ বছর ভোলার লালমোহন উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে ৪৩২২ শিক্ষার্থী।


এরমধ্যে এসএসসি পরীক্ষার্থী ২৭৯২ জন, দাখিল পরীক্ষার্থী ১২০৭ জন, এসএসসি ভোকেশনাল ৩২৩ জন। উপজেলার আটটি কেন্দ্রে এসব পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে।কেন্দ্রগুলো হলো- লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়, রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা (ভেন্যু- লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়), গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা ও লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।   


লালমোহন উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল বলেন, অবাধ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে পরীক্ষার নীতিমালা অনুযায়ী আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের জন্য ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন