ঢাকা | বঙ্গাব্দ

দেবহাটায় নোড়ার চকে জামায়াতের সাধারণ সভা

  • আপলোড তারিখঃ 14-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 102108 জন
দেবহাটায় নোড়ার চকে জামায়াতের সাধারণ সভা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বাংলাদেশ জামায়াতে ইসলামী পারুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নোচারচক ভূমিহীন জামে মসজিদ মাঠ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ড সভাপতি আব্দুল রশিদ’র সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারী সোহরাব হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম।


বক্তরা বলেন, আমরা শান্তির দেশ চাই, কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই, এদেশ ছাত্রদের রক্তের বিনিময় স্বাধীন করা হয়েছে। এদেশ নিয়ে যারা যড়যন্ত্র করবে তাদের এদেশ থেকে বিতাড়িত করা হবে। এদেশ কোন বাতিলের কাছে ছেড়ে দিতে চাই না যতই যড়যন্ত্র করুক সব যড়যন্ত্র আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। 


আরো বলেন, এই নোড়ারচক ভূমিহীনদের উপর অনেক অত্যাচার, নির্যাতন চলেছে বাড়িঘর ভাংচুর, পুড়িয়ে দেওয়া, জমি দখল, লুটপাট, হানাহানি, মারামারি হয়েছে এগুলো আমরা আর দেখতে চাই না, অতিতে যা হয়েছে আমরা ক্ষমা করে দিলাম কিন্তু সামনে যদি কেউ এরকম ব্যবহার করতে চাই তাদেরকে ধরে আইনের আওতায় আনা হবে এবং আমরা সবাই ঐক্য হয়ে তা প্রতিহত করব জামায়াত ইসলাম আপনাদের পাশে ছিলও, এখনো আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচএম ইমদাদুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল ওহেদ, জিয়াউর রহমান, আব্দুর গফুর সরদার, ছাত্র শিবিরের সভাপতি রোকনুজ্জামান রোকন, কুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ইউসুফ, সখিপুর ইউনিয়ন  জামায়াতের আমীর মাওলানা ইয়াকুব আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলম, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ সরদার, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব ফয়জুল আহমেদ, দেবহাটার সমন্বয়ক মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ।



নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন