সোমবার ১১ নভেম্বর সকালে দিঘলিয়ার পথের বাজারে উসমানী ফাউন্ডেশনের অর্থায়নে ন্যায্য মূল্যে সবজি বিক্রয় শুরু করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া উপজেলা শাখা।
এসময় ন্যায্য মূল্যে সবজি বিক্রয়ের সার্বিক সহযোগিতা করেছে সামাজিক সংগঠন রক্তবিন্দু।বর্তমান উর্ধ্বমুখী বাজার পরিস্থিতির কথা বিবেচনা করে সাধারণ গরীব দুঃখী মানুষ যেন স্বল্পমূল্যে সবজি কিনতে পারে এবং ভোগান্তির শিকার না হয় তার জন্য এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বলে জানান মুফতি আজিজুর রহমান সোহেল,সভাপতি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া শাখা।
তিনি আরও বলেন,প্রাথমিকভাবে পথের বাজারে ন্যায্য মূল্যে সবজি বিক্রয় শুরু হোল পর্যায়ক্রয়ে দিঘলিয়ার অন্যান্য বাজারেও এমন উদ্যোগ গ্রহণ করা হবে।সকালে ন্যায্য মূল্যে সবজি বিক্রয় পরিদর্শনে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া শাখার সাধারণ সম্পাদক,মুফতি গোলামুর রহমান,যুগ্ন সাঃসম্পাদক মুফতি হুসাইন,অর্থ সম্পাদক মাওলানা মহিউদ্দিন উসমানী, প্রচার সম্পাদক ক্বারি হেলাল উদ্দিন,রফিকুল ইসলাম এস্কেন্দার,আশিক ওসমানী,প্রমুখ।