সুত্রঃ ঝড় আমিন, নির্বাহী সম্পাদক।
দৈনিক ঝড়, চট্টগ্রাম-কে শুভ জন্মবার্ষিকীতে উৎসর্গীত।
শুভ জন্মদিনে তোমায় করি এই দোওয়া-হোক পূর্ণ শুণ্যতায় জীবনে যদি থাকে চাওয়া,শুভ হোক পথচলা তব সৎসাহসে স্বর্গবাসে-লেখা থাকুক সোনার হরফে নামটি ইতিহাসে
তোমার জীবন উঠুক ভরে সাফল্য কর্মধারায়-চতুর্দিকে জয়ধ্বনি পড়ুক তব কর্মসম্পৃক্ততায়,হও তুমি মহামানব কর্ম সাধনায় দ্বীপ্ত উচ্ছ্বাসে-মুগ্ধ আচরণে যেন সকলেই তোমায় ভালোবাসে।
তুমি সাধনা-আরাধনা যত হোক জনকল্যাণে-পরিবৃত হোক তোমার আত্মা সকল দুস্থজনে,সুখের ছোঁয়ায় থাকো জড়িয়ে আজন্মকাল-সকলের দুঃখ-দুর্দ্দশা নিবারণে তরে ধরো হাল।
শুভ হোক পিতা-মাতার দোওয়ায় তব জন্মদিন- হোক প্রতিটি পদক্ষেপে ধন্য জীবন দ্বীপ্ত রঙ্গিন,পরাভূত হোক দোষত্রুটি জীবনের আঙ্গিনা থেকে-বন্ধুর পথ হোক সরল মসৃন আলোর দ্যূতি মেখে।
শুভ কামনা বর্ষিত হোক রোজ জীবনের পরতে-মুক্ত দোওয়া করি আজকে প্রীতি সম্পৃক্ত হাতে,শুভ জন্মবার্ষিকী আসুক ফিরে হাজার বছর ধরে-ভালোবাসায় জড়িয়ে থেকো সকল মানব অন্তরে।