আগামীকাল রোজ শনিবার চাঁদপুর শহরের অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত বা বন্দো থাকবে বলে জানিয়েছেন চাঁদপুর বিদ্যুৎ অফিস বিদ্যুৎ প্রকল্পের উন্নয়নমূলক কার্যক্রম এর জন্য বিদ্যুৎ সরবরাহ বন্দো থাকবে।
যেসকল স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্দো থাকবে তা হলো ২৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, বিদ্যুৎ অফিস,নতুন বাজার,কালীবাড়ি, চিত্রলেখা, ছায়াবানী,বাসস্টেশন,জেলা প্রশাসকের কার্যালয়,উপজেলা পরিষদ,পাল বাজার,বড় স্টেশন,ফিশারী গেইট,ওয়্যারলেস, লঞ্চঘাট,বাগাদী রোড় ইত্যাদি এলাকায় উল্লিখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্দো থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্দো থাকবে বিদায় গ্রাহকদের নিকট আন্তরিক দুঃখ প্রকাশ করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।