প্রিন্ট এর তারিখঃ May 17, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 17, 2025 ইং
ডিবি কার্যালয়ে দীর্ঘ ২৬ ঘণ্টা আটক ছিলেন জবির ছাত্র

২৬ ঘণ্টা ধরে ডিবি কার্যালয়ে ছিলাম। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে আজকে (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৪০ পর্যন্ত আমাকে ডিবি কার্যালয় রাখা হয়। আমাকে শারীরিক কোনো নির্যাতন করা হয়নি। তবে মানসিক নির্যাতন বলতে আমাকে অনেক প্রশ্ন করে অনেক রাত পর্যন্ত সজাগ রাখা হয়েছিল।
ডিবি থেকে ছাড়া পাওয়ার পর রাতে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপকারী সেই আলোচিত জবি শিক্ষার্থী ইশতিয়াক হুসাইন। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় ডিবি থেকে ছাড়া পান তিনি।
ইশতিয়াক বলেন, কিছুটা আতঙ্কিত আছি যে, অপরিচিত নম্বর থেকে আমার জীবননাশের হুমকি আসছে। বলেছে তারা নাকি মবের মাধ্যমে আমাকে ক্ষতি করবে। তারপরে আমাকে সমস্যা করবে বাসা থেকে বের হলে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জববে জবির এই শিক্ষার্থী বলেন, আমি আগেও কোনো রাজনৈতিক দলে ছিলাম না এখনো নাই। আমার ওই ধরনের কোনো সংশ্লিষ্টতাও নেই। এমন কি আমার মোবাইল তারা চেক করেছে ওই ধরনের কোনো সংশ্লিষ্টতা পায়নি।
এর আগে গত বুধবার রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে বক্তব্য প্রদানকালে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় শিক্ষার্থীরা। স্লোগানের উত্তেজনায় অপর দিকে বোতল ছুড়ে মারেন ইশতিয়াক হোসাইন। সেই বোতল আঘাত করে তথ্য উপদেষ্টার মাথায়। পরে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জানা যায়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ মে) ইশতিয়াককে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করে প্রশাসন। পরে শুক্রবার (১৬ মে) বিকেলে ইশতিয়াককে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ