প্রিন্ট এর তারিখঃ May 25, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 25, 2025 ইং
প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বাগত জানালেন মেয়র

বিমানবন্দরে তাকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সহ উর্ধ্বতন কর্মকর্তারা।
চট্টগ্রামে পৌঁছে নগর উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ সবাইকে সমন্বিতভসবে কাজ করতে হবে।
জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনেরও সম্পৃক্ততা প্রয়োজন। চট্টগ্রামের সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের উন্নয়নে কেন্দ্রীয় নেতৃত্বের সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে। প্রধান উপদেষ্টার আগমন আমাদের জন্য গর্বের এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, জেলা প্রশাসক ফরিদা খানম এবং পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ