জি,এম আবু সাঈদ মিন্টু, খুলনা জেলা প্রতিনিধি:।।
কে, এম,পি সদর দপ্তর এর মূল ফটকের শুভ উদ্বোধন হয় আজ ২৪ জুন সোমবার বিকাল ০৪.৩০ ঘটিকায়। লাল ফিতা কেটে অনুষ্ঠানের মধ্য দিয়ে নগরের খুলনা থানার ১৮৯ খান জাহান আলী রোডের গ্ল্যাক্সো মোড় কে,এমপির সদর দপ্তরের নবনির্মত মূল ফটকের শুভ উদ্বোধন।
করেন পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক বিপি এম,(বার) পিপি এম -সেবা মহোদয়। কেএমপি সদর দপ্তর উদ্বোধন শেষে মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া করা হয়। কে, এম, পি পুলিশ কমিশনার সদর দপ্তরের নবনির্মতে মূল ফটক গতিশীল ভাবে নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং আইজিপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মহোদয় আরো বলেন।
সদর দপ্তরে প্রবেশ মুখের এ সৌন্দর্য অনেক বেশি আকর্ষণ বৃদ্ধি পেয়েছে। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার( এ এন্ড এফ) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপি এম - সেবা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল।
অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) তাসলিমা খাতুন সহ উদ্ধাতন পুলিশ কর্মকর্তাগণ এবং অফিসার ও ফোর্স উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।