বাগেরহাট সদরের প্রশাসক রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে ফকির আল মামুন টিপু সভাপতি ও খান গোলজার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১০ মে) বেলা ১১ টায় খানপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপি'র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র প্রধান সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম।
এ সময় অন্যান্যের মধ্যে বাগেরহাট জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক এবং বাগেরহাট-২ এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, জেলা বিএনপি'র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক, মনিরুল ইসলাম খান, ডাক্তার আব্দুর রহমান, ফকির তারিকুল ইসলাম, তালুকদার শহিদুল ইসলাম স্বপন, আবুল কালাম আজাদ বুলু, এডভোকেট শেখ নুরুল ইসলাম'সহ বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ভোটার গণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বেলা ১২ টায় ভোট গ্রহণ শুরু হয়ে ২ঃ৫০ মিনিট পর্যন্ত ভোটারগণ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে যার যার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
নির্বাচন সুস্থ ও সফল করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনভর দায়িত্ব পালন করেছেন।
সম্মেলনে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা বাগেরহাট জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।