প্রিন্ট এর তারিখঃ May 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 13, 2025 ইং
পাবনায় গোরস্থান কমিটির 'সভাপতি' পদে নির্বাচন

চাটমোহর উপজেলাধীন মুলগ্রাম ইউনিয়নে "জান্নাতুল বাকি" গোরস্থান কমিটির সভাপতি পদে ভোট হতে চলেছে।
বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) তিন গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন পুরুষকে ভোটার করে ইতোমধ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।
মোট ৮শ' জন ভোটার গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্য গোরস্থান কমিটির 'সভাপতি' নির্বাচন করবেন। আগামী ২৪ মে (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোরস্থান সংলগ্ন ঈদগাহ্ ময়দানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন প্রধান ও গোরস্থান কমিটির সেক্রেটারি মো. আব্দুল মতিন মাষ্টার জানান, 'জান্নাতুল বাকি' গোরস্থান পরিচালনা কমিটি গঠনে 'সভাপতি' পদ নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়। বেশ কয়েকজন সভাপতি হতে আগ্রহ প্রকাশ এবং প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।
এহেন উদ্ভূত পরিস্থিতিতে আমরা ওসি সাহেবের স্মরণাপন্ন হই, তিনি নির্বাচনের পরামর্শ দেন। অতঃপর আমাকে নির্বাচন কমিশন প্রধান করে ৭ সদস্যের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়।
আমরা নির্বাচনী তফসিল ঘোষণা করলে 'সভাপতি পদে' ৩০,০০০=(ত্রিশ হাজার) টাকা জমা দিয়ে মোট দুইজন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় এবং দাখিল করেছেন।
প্রার্থী দুজন হলেন মো. আব্দুল কুদ্দুস (প্রতীক : ছাতা) এবং মো. শরিফুল ইসলাম (প্রতীক : চেয়ার)। মনোনয়নপত্র বিক্রি বাবদ প্রাপ্ত ৬০ হাজার টাকায় নির্বাচন পরিচালনায় ব্যায় করা হবে।
নির্বাচন কমিশনের প্রধান হিসেবে তিনি গোরস্থান কমিটি নির্বাচন পর্যবেক্ষণের জন্য স্থানীয় মিডিয়াকর্মীদের বিনীত ভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ