জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:।।
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন।
এসময় বিদায়ী উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, কাপ্তাই থানার ওসি আবুল কালাম সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় কোন রকম সহিংসতা ছাড়া বিগত উপজেলা পরিষদ নির্বাচন এবং কেপিএম সিবিএ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পাদন হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়।