বাগেরহাটের মোংলায় দীর্ঘদিন পর মোংলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু হোসেন হাওলাদার (পনি)।
মঙ্গলবার (৭ মে) বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকালে প্রথম অধিবেশন ও দুপুরে দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ এবং সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন আব্দুল মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হন আবু হোসেন হাওলাদার (পনি)। সাংগঠনিক সম্পাদক পদে ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন শেখ শাকির আহাম্মেদ এবং দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মৃধা ফারুকুল ইসলাম, যিনি পেয়েছেন ১৯৩ ভোট। এ নির্বাচনে ৪২৬ জন ভোটারের মধ্যে ৪২৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক আহ্বায়ক এস এম ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।