প্রিন্ট এর তারিখঃ May 8, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 9, 2025 ইং
"যানজট নিরসনে নজিরবিহীন পদক্ষেপ "

ঢাকা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণের ডিসি,জনাব মোঃ মফিজুল ইসলামের সাথে তার অফিসে একান্ত আলাপ চারিতায়
দৈনিক দেশ প্রতিদিন ও ডিডিপি টেলিভিশন এর ঢাকা বিভাগীয় প্রধান ও বাংলাদেশ তৃনমুল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কে, এম,আবুল হোসেন, ডিসি মহোদয়ের মহানুভবতা ও অদূরদর্শীতার বর্ননা দিতে জানিয়েছেন
ঢাকা মহানগর তথা সারা বাংলাদেশে যানজট নিরসনে -ডিসি জনাব মোঃ মফিজুল ইসলামের পদক্ষেপ সড়ক পরিবহন আইন বাস্তবায়নে যথেষ্ট কার্যকরী ভুমিকা বাস্তবায়নের আশাবাদী এবং যানজট নিরসনে ডিসি মহোদয়ের সুদুরপ্রসারি পরিকল্পনা সময়োপযোগী এবং সঠিক সিদ্ধান্তের বহিঃপ্রকাশ।
তার এই সঠিক প্রচেষ্টা অত্যন্ত সফলতার সহিত বাস্তবায়িত হউক, এটাই আমাদের প্রত্যাশা। ডিসি জনাব মোঃ মফিজুল ইসলামে মহোদয় এর প্রতি রইলো, আমার এবং আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা ও সালাম, সেই সাথে আমরা তার সুস্থতা ও উত্তরোত্তর উন্নতি কামনা করছি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ