জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:।।
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় উপজেলায় কোরবানির জন্য কেনা মহিষের আক্রমণে মুহাম্মদ মহসিন(৩৭)নামের এক তরকারি ব্যবসায়ীর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু হয়েছে। একি সাথে এঘটনায় আরো ৪জন্য আহত হয়েছে।
বৃহস্পতিবার(১৩জুন) সকাল ৯টার দিকে উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড জঙ্গল বগাবিলিতে এঘটনা ঘটে। নিহত মহসিন একি এলাকার মুন্সি মিয়ার ছেলে। আহতরা হলেন হেলাল উদ্দিন(৫৫), কামরুল ইসলাম(৫০), মোজাহের(৫০), এজহার মিয়া(৪৫)।
কোরবানির জন্য মহিষটি কিনেছিলেন উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার তিনি বলেন, স্থানীয় বাজার থেকে কোরবানীর জন্য দুই লক্ষ টাকা দিয়ে মহিষটি কিনেছিলাম। কিন্তু বুধবার বিকালে দড়ি ছিঁড়ে পালিয়ে যায়। পরে শুনি রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি দিকে মহিষটিকে দেখা গেছে।
এদিকে রাজানগর ১নং ওয়ার্ড ইউপি সদস্য মুহাম্মদ সেকান্দর বলেন, জঙ্গল বগাবিলির বাসিন্দা মুহাম্মদ মহসিন সকাল ৯টায় রানীরহাট বাজারের উদ্দেশ্যে রওনা দেন এসময় পেছন থেকে এসে পাগলা মহিষটি আক্রমণ করলে তার মর্মান্তিক মৃত্যু হয়, এছাড়াও পাগলা মহিষের আক্রমণে ৪জন আহত হয়েছে তাদের মধ্যে হেলাল উদ্দিনের অবস্থা গুরুতর।
ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার বলেন, মহিষটি আক্রমণে মহসিন নামের এক ছেলে মারা গেছে। আরো বেশ কয়েকজন আহত হয়েছে। আমি এবিষয়ে ইউএনও মহোদয়কে অবগত করেছি।