এস এম আকাশ, চাটমোহর, (পাবনা) প্রতিনিধি:।।
পাবনা জেলার চাটমোহর উপজেলার পৌর সদরে চাটমোহর অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম (সম্পাদক ও প্রকাশক- স্বাধীন খবর, চাটমোহর উপজেলা প্রতিনিধি- দৈনিক আজকালের খবর ও দৈনিক সিনসা) এর সভাপতিত্বে শুক্রবার (১৪ জুন,২০২৪) সকাল সাড়ে এগারো ঘটিকায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের মোঃ নাসির উদ্দীন (দৈনিক বাংলার সময়)মোঃ ময়নুল হক।
প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ (পাবনা জেলা প্রতিনিধি- স্বাধীন ৭১,চাটমোহর উপজেলা প্রতিনিধি, VISION S TV, )মোঃ আসাদুজ্জামান উকিল(চাটমোহর উপজেলা প্রতিনিধি, দৈনিক দক্ষিনের কথা,মুন্সি মুহাম্মদ হযরত আলী( সম্পাদক ও প্রশাসক, চেতনায় বাংলাদেশ) মোঃ মিরাজুল ইসলাম।
চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভায় উপস্থিত সকলের সামনে সভাপতি বিগত দিনের হিসাব উপস্থাপন করেন। আগামী দিনের কার্য প্রক্রিয়া কর্মসূচি গ্রহনের জন্য উপস্থিত সদস্যদের কাছে মতামত আহ্বান করেন।
প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ বলেন, সাংবাদিকরা হলে সমাজের চতুর্থ স্তম্ভ। বিবেক বোধকে কাজে লাগিয়ে সচপতন থেকে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে।
সাংবাদিকতা নামের অপকর্মে অজস্র অসংখ্য লোক আজ জড়িত।
একটা কার্ড গলায় ঝুলিয়ে মোটর বাইকে স্টিকার লাগিয়ে পাড়া মহল্লায় ঘুরে বেড়ানোর মাধ্যমে সাধারণ জনগনকেও আজকাল অনেক সাংবাদিক নামধারী ব্যক্তি অপকর্মের সাথে জড়িত আবার অনেকেই ডিজিটাল মামলা খেয়েছেন!
তাই সাবধান আমরা বা আমাদের সংগঠনের কেউ যেনো এহেন অপকর্মের সাথে জড়িত না হয় সকলেরই সেদিকে নজর দেওয়া উচিত।
সাধারণ সভায় বিগত আয়-ব্যায়ের হিসাব অনুমোদননকরা হয়, এছাড়াও চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সদস্যদের কার্ড নবায়ন, আগামী বর্ষা মৌসুমে চলনবিলে নৌকা ভ্রমন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানগনের সাথে সংগঠনের ব্যানারে সৌজন্য সাক্ষাৎ করা সহ এক গুচ্ছ কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়।
আরো বক্তব্য রাখেন মুন্সি মুহাম্মদ হযরত আলী, মোঃ মিরাজুল ইসলাম, সাধারণ সভা পরিচালনা করেন, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন( চাটমোহর উপজেলা প্রতিনিধি, দৈনিক আমাদের নতুন সময়।