জি,এম আবু সাঈদ মিন্টু, খুলনা জেলা প্রতিনিধি:।।
বুধবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস, তাই এ উপলক্ষে খুলনার কয়রা উপজেলায় উপকূলীয় অঞ্চলে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। উপজেলায় বসুন্ধরা শুভ সংঘ কর্তৃক বৃক্ষ রোপন কর্মসূচি ও বৈশ্বিক উষ্ণতা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ফলজ,বনজ, ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়। বসুন্ধরা শুভসংঘের সভাপতি খাইরুল আলমের সভাপতিত্বেও সাধারণ সম্পাদক আলামিনের সঞ্চালনায় কয়রা সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বৈশ্বিক উষ্ণায়ন বৃক্ষরোপনের উপর অনেক বেশি গুরুত্ব দেয়ার কথা বলা হয়েছে। শুভ সংঘের বিভিন্ন নেতা কর্মীরা বলেন জলবায়ু পরিবর্তনে বৃক্ষরোপণ বিকল্প কোন উপায় নেই আর পরিবেশ রক্ষার জন্য আমাদের সকলের সতর্ক হতে হবে। এবং পরিবেশের উপর ক্ষতি সাধিত হয় এমন সব কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে।
এবং সকলকে সতর্ক করতে হবে। উক্ত বৃক্ষরোপণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শুভ সংঘের সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান, প্রভাষক ইউনুস আলী, সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলাউদ্দিন হুমায়ুন কবির, আশরাফ হোসেন, ডাক্তার প্রিন্স শংকর রায়।
সমাজসেবক মাসুম বিল্লাহ, সাদিক, জাকির, মাফফুরাজ,আবির হোসেন সাইদুল কবির, আরাফাত, দিলশাদ, হোসেন, শাহিন আলম, পলাশ, জাহিদ, নাজমুল সাকিব, মুহাইমিনুল ইসলাম, প্রমূখ।