মো:আবদুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি:।।
মেধা ও মননে সুন্দর আগামী, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে কৈশোর মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার বান্দুটিয়া আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে কৈশোর কর্মসূচির আওতায়,পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) ও এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (আরব) সংস্থার যৌথ সহযোগিতায় এবং।
আরব সংস্থার বাস্তবায়নে কৈশোর মেলা এবং উপজেলা ভিত্তিক সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকান্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মেলা এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকান্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুশিয়া আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মানিকগঞ্জ সদর।
নার্গিস সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মানিকগঞ্জ সদর, ডা: নাবিলা চৌধুরী, মেডিক্যাল অফিসার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়, মানিকগঞ্জ সদর এবং।
সন্তোষ কুমার মন্ডল, প্রধান শিক্ষক আবতাফ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বান্দুটিয়া, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নূরতাজ আলম, উপ-পরিচালক ও ফোকাল পারসন কৈশোর কর্মসূচি আরব, বেউথা, মানিকগঞ্জ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় যুব সমাজের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্য লোকজন।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার তাপস ঘোষ।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।