জি,এম আবু সাঈদ মিন্টু, খুলনা জেলা প্রতিনিধি:।।
খুলনার পাইকগাছা উপজেলার শিববাটি এলাকায় মোটরসাইকেল ও ভ্যান দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় খুলনা জেলার পাইকগাছা উপজেলায় শিববাটি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান বলেন শিববাটি ব্রিজের কাছে ভ্যান ও মোটরসাইকেল এর মধ্যে সংঘর্ষ হয়।
এবং দুই চালক সহ একজন আরোহী নিহত হয়েছে। উক্ত মোটরসাইকেল ও ভ্যানটি উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন ভ্যানচালক চাঁদখালী সাহাপাড়ার ইসমাইল গাজী ও মোটরসাইকেল আরোহী।
গড়ই খালির হারুন গাইন র ছেলে মাহবুব গাইন ও পৌরসভার বাসিন্দার আবিদুর এর ছেলে রিয়াদ নিহতদের খুলনা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।