মোঃ শাহিনুর রহমান আকাশ (রাজশাহী) দুর্গাপুর উপজেলা প্রতিনিধি:।।
চিকিৎসার মান উন্নয়নের লক্ষ্যে ও গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে হাতের নাগালেই রাজশাহী দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের আলিপুর বাজারে গড়ে উঠেছে, আলিপুর মক্কা আল মদিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
আজ রবিবার সকাল ১২ টার সময় আলিপুর মক্কা আল-মদিনা হাসপাল, এন্ড ডায়গনস্টিক সেন্টারে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজিস্ট বিশেষজ্ঞ ডাঃ দীপংকর রায়।
এবং আলিপুর মক্কা আল মদিনা ডায়গনস্টিক সেন্টারের সম্মানিত চেয়ারম্যান মোঃ শামসুল হুদা ও তার সহধর্মিনী মর্জিনা বেগম,স্থানীয় মেম্বার আবুল কালাম এর সভাপতিত্বে ও শফিকুল ইসলাম এর সঞ্চালনায় এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমবিবি এস ডাঃ দীপংকর রায়।
আরো উপস্থিত ছিলেন নান্দীগ্রাম আলিম মাদ্রাসার প্রভাষক ইয়াকুব আলী আলিপুর আলিম মাদ্রাসার মাস্টার ওহাব আলী, আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী,বিশিষ্ট রাজনীতিবিদ হারুনুর রশিদ, আব্দুল হামিদ প্রামানিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।