প্রিন্ট এর তারিখঃ May 3, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 4, 2025 ইং
একটি জরুরী মানবিক সাহায্যের আবেদন
একটি জরুরী মানবিক সাহায্যের আবেদন
আমার-আপনার একটু সহযোগিতায় হয়-তো বাঁচতে পারে একজন এতিম ও বিধবা নারী মোছাঃ নাজমিন নাহার এর জীবন (২১)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত্যু জাবেদ আলীর মেয়ে । অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে মরণের প্রহর গুনছে অসহায় এই মহিলাটি।
তার বাবার সারাদিনের কষ্ট উপার্জিত অর্থ দিয়ে কোন রকমের সংসার চালাতেন। গতো দু-মাসে আগে তার সংসারের একমাত্র উপার্জন কারি তার বাবা না ফেরার দেশে চলে যান। একদিকে বাঁচার স্বপ্ন, অন্যদিকে সংসারের বেহাল দশা,বিধবা মা-মেয়ে ভাসেন দুঃখের সাগরে
নাজমিনের মা মর্জিনা বেগম জানান,আজ কিছুদিন হলো আমার স্বামী মারা গেলেন এখন একমাত মেয়ে আমার তাঁর ও এই অবস্থা কান্না জড়িত কন্ঠে বলেন ময়ে হয় আমি আত্মহত্যা করি আল্লাহ কেনো এতোবড় বিপদ দিলেন ।
সর্বশেষ চিকিৎসক ডা,মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা,তিনি পরামর্শ দিয়েছেন। নাজমিন নাহারের চিকিৎসার জন্য প্রয়োজন ৪ থেকে ৫ লাখ টাকা, যা এতিম ও বিধবা অসহায় পরিবারটির পক্ষে যোগাড় করা কোন মতেই সম্ভব নয়।
পরিবারে কর্মক্ষম কেউ না থাকায় অসুস্থ হওয়ার পর থেকেই তার পরিবারের আয় উপার্জন বন্ধ রয়েছে। ঋণ করে একদিকে চিকিৎসা খরচ অন্যদিকে সাংসারিক খরচ চালাতে গিয়ে এখন দিশেহারা নাজমিনের বৃদ্ধা মা ।
তাই তার সু-চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। যদি সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি আমরা,তাহলে অতি শীঘ্রই সে সু-চিকিৎসা পাবেন বলে আশাবাদী। সকলের সহযোগিতায় ফিরে পেতে পারে তার স্বাভাবিক জীবনের পথচলা।
নাজমিনের মায়ের নাম্বারঃ-01786762498
সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ ও নগদ নাম্বর-
01724725437
উওরা ব্যাংক পিএলসি কুড়িগ্রাম শাখাঃ360812202200706
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ