প্রিন্ট এর তারিখঃ May 3, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2025 ইং
খুলনার বটিয়াঘাটা চালনা - খুলনা সড়কে ট্রাক ও আলমসাধু সংঘর্ষে ২জন নিহত

খুলনার বটিয়াঘাটার খুলন চালনা সড়কে খড়িয়ার গেট থেকে একটু সামনে মৃত্তিকার কাছে ফজরের আজানের পর পরেই একটি ট্রাক দ্রুততার সাথে আলম সাধুকে অতিক্রম করতে গিয়ে আলম সাধুর সাথে মর্মান্তিক এক্সিডেন্ট হয়ে একজন স্পট ডেথ ও একজন গুরুতর আহত হয়ে খুলনা মেডিকলে কলেজ হাসাপাতালে মৃত্যু হয়।
বটিয়াঘাটা উপজেলার ৪ নং সুরখালী ইউনিয়নের বুনারাবাদ গ্রাম থেকে
১০/১২ জন কাজের লোক খুলনার রায়ের মহল ধান কাটার উদ্দেশ্যে যাওয়ার পথে বটিয়াঘাটা খড়িয়ার স্লুইচ গেট ও মৃত্তিকার মাঝামাঝি জায়গায় আলম সাধু ও ট্রাক অতিক্রমের সময় ভয়াবহ এক্সিডেন্ট হয়ে গোবিন্দ রায়(৪৩), পিতা-খগেন্দ্রনাথ রায়, গ্রাম-বুনারাবাদ জায়গায় মৃত্যুঘটেছে, অভিজিৎ নামের একজন বাড়ী ডুমুরিয়ার কাটালিয়া গ্রামে বটিয়াঘাটা বুনারাবাদ মামার বাড়ী মামা দেবদাস দেরে বাড়ী বেড়াতে এসে তাদের সাথে ধানা কাটার উদ্দেশ্যে একই আলম সাধুতে থাকাবস্থায় এক্সিডেন্ট করেছে।
তাকে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহত অভিজিৎ এর অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে রিফার করেছে।
স্থানীয়রা জানান , খুলনা বড়নপাড়া রোডে প্রায়ই ট্রাকের সাথে এধরণের ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেকে। ট্রাকগুলো খুবই বে পরোয়া গাড়ি চালিয়ে থাকে।
প্রশাসনের প্রতি আহবান দ্রুততার সাথে ট্রাক ও ট্রাক ড্রাইভারকে আটক করে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করা হোক। সেই সাথে সকল গাড়ী নিয়ন্ত্রণের সাথে চালায় তার আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ