জি,এম আবু সাঈদ মিন্টু, (খুলনা জেলা) প্রতিনিধি:।।
আজ থেকে খুলনা থেকে যশোর হয়ে বেনাপোল চলাচলকারী "বেতনা এক্সপ্রেস" দিয়েই শুরু হচ্ছে যাত্রী পরিবহন, বেতনা এক্সপ্রেস বেনাপোল থেকে খুলনা ফেরার পথে ফুলতলা জংশন থেকে মোংলা অভিমুখে যাত্রা করবে, এই সময় বেতনা এক্সপ্রেসের নাম পরিবর্তন হয়ে "মোংলা কমিউটার" হবে।
মোংলা বন্দর শুভ সূচনা হলো এই যাত্রীবাহী রেল যাত্রা। ১৯৫০ এর প্রতিষ্ঠিত মোংলা বন্দর গতির সূচনা পেয়েছে । মোংলা বন্দর থেকে সাধারণ জনগণ ও বেনাপোলে অতি অল্প সময়ে যাতায়াত করতে পারবে। এই সাথে সাথে ব্যবসা-বাণিজ্য প্রসার ঘটবে। কয়েকটি স্টেশনে খোঁজ নিয়ে দেখা গেল সাধারণ যাত্রীগণ খুবই আনন্দিত দীর্ঘ ৭৩ বছরের প্রতীক্ষার পরে বেনাপোল মোংলা রেল সেবা পেতে যাচ্ছে।
ট্রেনের সময়সূচীঃ
খুলনাঃ ভোর ৬ঃ৩০ মি- বেনাপোল-৮ঃ৩০ মি
বেনাপোলঃ সকাল ৯ঃ১৫ মি- মোংলা-১২ঃ৩৫ মি
মোংলাঃ দুপুর ১টা - বেনাপোল-৪ঃ৩০ মিনিট
বেনাপোলঃ বিকাল-৫টা-খুলনা-৭ঃ৩০ মিনিট।
সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।