আব্দুল আল মামুন,(মানিকগঞ্জ) প্রতিনিধি:।।
দীর্ঘ ৪০ বছর চাকুরীকাল সম্পন্ন করে ইং-৩১ মে ২০২৪ তারিখ তাহার নিজ থানা তথা দৌলতপুর থানা হতে অবসর গ্রহন করেন। দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য এর সভাপতিত্বে পুলিশ সদস্যর অবসর জনিত বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায় অনুষ্ঠানে কং/২৩৪ মোঃ খোরশেদ আলম তার কর্মজীবনের অভিজ্ঞতা ও উল্লেখযোগ্য, গঠনমূলক, অনুকরনীয়, অনুসরনীয় ঘটনাবলী সকলের সামনে তুলে ধরেন। থানায় কর্মরত অফিসার ফোর্সসহ বিদায়ী অতিথি সম্পর্কে বিভিন্ন বক্তব্য প্রদান করেন। বিদায়ী কং/২৩৪ মোঃ খোরশেদ আলম কে দৌলতপুর থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী স্মারক সহ।
উপহার সামগ্রী প্রদান করা হয়। পরিশেষে অফিসার ইনচার্জ এর গাড়ী সজ্জিত করিয়া উক্ত গাড়ীতে বিদায়ী কং-২৩৪ মোঃ খোরশেদ আলমকে থানা পুলিশের মোটর সাইকেল বহর সহ তাহার নিজ গ্রামের বাড়ীতে পৌছে দেন। তিনি কং/২৩৪ মোঃ খোরশেদ আলম (বিপি-৬৫৮৫১১১৪২৬) ১৯৮৫ সালে।
বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান পূর্বক পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালীতে ৬ মাসের মৌলিক প্রশিক্ষন শেষে বিভিন্ন ইউনিটে তাহার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত সৎ ও নিষ্ঠার সাথে পালন করেন তিনি দুই জন কন্যা সন্তান ও একজন ছেলে সন্তানের জনক।