প্রিন্ট এর তারিখঃ May 3, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2025 ইং
রংপুরে ট্রাকের সাথে সংঘর্ষে নিহত জাহিদুল নামের মোটরসাইকেল আরোহী:

২৫ শে এপ্রিল ২০২৫ শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে রংপুর মেডিকেল পচ্চিম গেট পিন্টু ছাত্রাবাসের সামনে ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছেন জাহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী। ঘটনাস্থল ও হাসপাতাল সূত্রে জানা যায়।
দুন্দিবাড়ি জলঢাকা পৌরসভা এলাকার আলিফ উদ্দিনের পুত্র জাহিদুল ইসলাম রংপুর নগরীর দর্শনায় একটি মাদ্রাসায় চাকরি করেন। বর্তমানে তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পড়ে মৃতের স্বজনরা এসে তাদের কোনো অভিযোগ না থাকায় মৃতের লাশ নিয়ে যায় তার গ্রামের বাড়ি দুন্দিবাড়ি জলঢাকা পৌরসভায়।
এদিকে অত্র দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে সুশীল সমাজ দায়ী করছেন অটো রিক্সা চালকদের। তারা ট্রাফিক বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বলছেন হাইওয়ে রোডে যেন অটো বা অটোরিক্সার না চলে সেদিকে সুদৃষ্টি দেওয়ার জন্য।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ