প্রিন্ট এর তারিখঃ May 3, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2025 ইং
নরসিংদীর শিবপুর উপজেলায় ইউএনও এর নেতৃত্বে ধুমপান তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন এর উপর মোবাইল কোর্ট পরিচালিত

নরসিংদীর শিবপুর উপজেলায় ২১ইং এপ্রিল, সোম বার, মোছা: ফারজানা ইযাসমিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি শিবপুর উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির নেতৃত্বে শিবপুর বাজারে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ ও সংশোধনী-২০১৩ এর উপর মোবাইল কোর্ট পরিচালিত হয়।
কোর্ট পরিচালনাকালে শিবপুর বাজারে শাহ আলম মিয়ার কনফেকশনারী দোকানে ধুমপানের বিজ্ঞাপন দেখতে পান যা ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ ও সংশোধনী-২০১৩ এর ৫(৪) ধারার অপরাধ। উক্ত অপরাধের জন্য তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
প্রসিকিউটিং অফিসার হিসাবে ছিলেন,মো: নুরুল ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও টাস্কফোর্স সদস্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার পুলিশ প্রশাসন ও মো: হোসাইন সিএ ইউএনও অফিস।
এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে প্রশাসন সূত্রে জানা যায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ