প্রিন্ট এর তারিখঃ May 3, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2025 ইং
কুড়িগ্রামে সরকারী চাকুরী দেয়ার প্রলোভনে ২৮ লাখ হাতিয়ে নেয়া প্রতারককে আটক করেছে সেনাবাহিনী
কুড়িগ্রামে সরকারী চাকুরী দেয়ার প্রলোভনে ২৮ লাখ হাতিয়ে নেয়া প্রতারককে আটক করেছে সেনাবাহিনী।
বিভিন্ন দপ্তরে সরকারি চাকুরি দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক উপ সহকারী মেডিকেল অফিসারকে কুড়িগ্রাম থেকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে কুড়িগ্রাম জেলা শহরের ডিসি অফিস সংলগ্ন পুকুর পাড় থেকে তাকে আটক করা হয়।আটককৃত প্রতারকের নাম রাজিউন হক সাগর (২৮)।
তিনি লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ সহকারী মেডিকেল অফিসার। সে একই ইউনিয়নের মশিউর রহমানের ছেলে।
বাংলাদেশ সেনাবাহিনী কুড়িগ্রামের সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপটেন সাফায়াত হোসেন জানান, সরকারি চাকুরী দেয়ার কথা বলে তিনজনের নিকট ২৮ লাখ টাকা নেয়ার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ