প্রিন্ট এর তারিখঃ May 3, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 4, 2025 ইং
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে "ডি-নথি বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান সংস্কার কার্যক্রম ও সক্ষমতা বৃদ্ধিসহ বাহিনীর আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে আজ ২১ এপ্রিল (সোমবার)২০২৫ ইং বাহিনীর সদর দপ্তর অডিটোরিয়ামে "ডি-নথি বিষয়ক এক কর্মশালা"এর আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, “ডি-নথির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন সম্ভব হচ্ছে। এ প্লাটফর্মের যথাযথ ব্যবহার আমাদের দাপ্তরিক কার্যক্রমে এক নতুন মাত্রা যোগ করবে। ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে। যাতে বাহিনীর সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারে দক্ষ হয়ে উঠতে পারে”।
দিনব্যাপী এই কর্মশালায় সদর দপ্তরে কর্মরত বিভিন্ন শাখার ৪৭ জন কর্মকর্তা এবং ৩৩ জন কর্মচারী মোট ৮০ জন প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
দিন ব্যাপী এই কর্মশালায় ডি নথি ব্যবহারের প্র্যাক্টিক্যাল সেশন, ডি-নথি ব্যবহার সহজীকরণের বিভিন্ন ধাপ, প্রশ্ন উত্তর পর্ব, লাইভ ডেমনস্ট্রেশন ইত্যাদি বিষয়গুলোর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালাটি ডিজিটাল নথি ব্যবস্থাপনার কার্যকর বাস্তবায়ন এবং অফিস কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের ইউনিট বা অফিসে ডি-নথির বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে পারবেন বলে আশা করা যায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ