মোঃ রিপন আহমেদ, ভোলা প্রতিনিধি:।।
ভোলা সদর উপজেলায় দ্বিতীয় ধাপে ৬-ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে-মোঃ ইউনুস (মোটরসাইকেল) মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৭১,১৫৫ এবং তার নিকটতম প্রতিদ্বন্দী মোশারেফ হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন-৪০,০৮৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে এস এম আলী নেওয়াজ (উড়োজাহাজ) প্রতীকে ৫৩,৯৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন- ২৬,৫৫৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছালেহা আখতার চৌধুরী হাঁস প্রতীকে-৩২,৬৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারহানা আক্তার নিশা বৈদ্যুতিক পাখা মার্কা নিয়ে পেয়েছেন ২৪,৮০৫ ভোট।
১১৪ টি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়েছে।
নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ ইউনুস ভোলা সদর উপজেলার তিন বার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, বর্তমানে তিনি ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছে।
এস এম আলী নেওয়াজ(পলাশ) আওয়ামী লীগ’এর রাজনীতি সাথে জড়িত রয়েছেন।তিনি ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,এর গুরুত্বপূর্ণ পদে ছিলেন, বর্তমানে তিনি ভোলা সদর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ছালেহা আখতার চৌধুরী ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি সাবেক রাজাপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান টুনু চৌধুরীর স্ত্রী এবং ভোলা জেলা মহিলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।